ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দুই মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
হবিগঞ্জে দুই মাদক বিক্রেতা আটক

হবিগঞ্জ: হবিগঞ্জে এক কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (০৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে শহরের টিএন্ডটি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার লামা পইল গ্রামের হারাদন দাসের ছেলে মন্দন দাস (৩০) ও যশের আব্দা গ্রামের মালম মিয়ার ছেলে সাজিদ মিয়া (২৬)।

হবিগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী শামীম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিএন্ডটি অফিসের সামনে অভিযান চালায়। এসময় এক কেজি গাঁজসহ দুই জনকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।