ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
শ্রীমঙ্গলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬ সংঘর্ষে আহত দুইজন

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

রোববার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাধানগরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. রুবেল মিয়া (২২), আমির হোসেন (২৬), নাদিম আহমদ (৫০), সোহেল আহমদের (১৮) নাম জানা গেছে।

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় নাদিম আহমদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, রাধানগর এলাকার হাবিব হোসেন ও নুর ইসলামের মধ্যে  দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সন্ধ্যায় নুর ইসলামের পক্ষে এ বিরোধ নিষ্পত্তি করার জন্য আব্দুল মতিন নামে একজন মধ্যস্থতা করায় তার পরিবারের সদস্যদের ওপর হাবিব হোসেন হামলা করেন। পরে এ নিয়ে হাবিব হোসেন ও নুর ইসলামের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন।

শ্রীমঙ্গল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনিকা সরকার বাংলানিউজকে জানান, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক পক্ষ থানায় মামলার প্রস্তুস্তি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।