ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
ঝালকাঠিতে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

ঝালকাঠি: ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি এলাকায় বিষপানে সুমাইয়া ফরাজী (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় বিষপানে আত্মহত্যার চেষ্টা করায় তার স্বামী হিমু আকনকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে পৌর শহরের কাঠপট্টি সড়ক এলাকার মিল্টন আকনের ছেলে হিমু আকনের সঙ্গে একই এলাকার আসলাম ফরাজীর মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিয়েতে দুই পরিবারের অভিভাবকদের কারো সম্মতি ছিলো না।

বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।

রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে কাঠপট্টি এলাকায় একটি মুড়ির কারখানার কক্ষের দরজা বন্ধ করে ঝগড়া করেন ওই দম্পতি। পরে স্থানীয়রা ওই কারাখানা থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। হিমুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষপানে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময় : ০৪২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এমএস/পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।