ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে ১১০ কেজি গাঁজা ও জিপসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বদলগাছীতে ১১০ কেজি গাঁজা ও জিপসহ আটক ২ আটক ব্যক্তিরা ও জব্দকৃত গাঁজা

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে  পাঁজেরো জিপসহ ১১০ কেজি গাঁজা জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। একইসঙ্গে মাদক বহনকারী ব্যক্তি ও গাড়ির চালককে আটক করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার তিলকপুর-পারসোমবাড়ী সড়কের শ্রীরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল বারেক (২৫) ও চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার নুরুল ইসলামের ছেলে সেলিম হোসেন (৪০)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জেলার বদলগাছী উপজেলার তিলকপুর-পারসোমবাড়ী সড়কে অভিযান চালায় ডিবি সদস্যরা। এসময় শ্রীরামপুর নামক স্থানে পাঁজেরো জিপের
গতিরোধ করার চেষ্টা করলে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা
করে। পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। এসময় দুই রাউন্ড গুলি ছোড়ে ডিবি সদস্যরা। পরে গাড়ি থেকে গাঁজাগুলো জব্দ করা হয়। গাঁজাগুলো কুমিল্লা থেকে নওগাঁয় আনা হচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে আটক ব্যক্তিরা।

এ বিষয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের  করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭/আপডেট: ১৩৫০ ঘণ্টা
এসআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।