ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ লাদেন বাহিনীর সদস্য গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
লক্ষ্মীপুরে অস্ত্রসহ লাদেন বাহিনীর সদস্য গ্রেফতার পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গীর। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী লাদেন বাহিনীর সদস্য ও একাধিক মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর বালাইশপুর গ্রামের শাহ আলমের ছেলে ও সম্প্রতি গোলাগুলিতে নিহত সন্ত্রাসী লাদেন বাহিনীর সদস্য।

চন্দ্রগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুল বাংলানিউজকে জানান, রোববার (৩ ডিসেম্বর) রাতে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার একটি বাগান থেকে বস্তা ভর্তি অবস্থায় তিনটি বন্দুক, ১২ রাউন্ড লাইফেলের ও ছয় রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। সন্ত্রাসী জাহাঙ্গীর হত্যাসহ একাধিক মামলা আসামি। তার অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।