ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জ সার কারখানার প্রশাসনিক ভবন ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
আশুগঞ্জ সার কারখানার প্রশাসনিক ভবন ঘেরাও আশুগঞ্জ সার কারখানার প্রশাসনিক ভবন ঘিরে রেখেছে কর্মচারীরা

ব্রাহ্মণবাড়িয়া: গ্যাস সরবরাহসহ ২ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মানববন্ধন ও  প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে কারখানার শ্রমিক-কর্মচারীরা।

সোমাবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কারখানার প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন চত্বর পর্যন্ত কারখানার শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন করে। এসময় ৭ জেলায় সার সরবরাহ বন্ধ থাকে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।     

পরে সমাবেশে আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কারখানার সিবিএর সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহ সভাপতি হাজী তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক শামীম আরিফ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, চলতি বছরের ৩ এপ্রিল আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এতে কারখানার সার উৎপাদনও বন্ধ হয়ে যায়। আট মাস কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১২শ’ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে।    

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন জানান, দ্রুত কারখানার গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন না করা হলে রেলপথ বন্ধ ও বাখরাবাদ আশুগঞ্জ গ্যাস স্টেশন ঘোরাও করে এ ক্ষেত্র থেকে সারাদেশে গ্যাস সরবারহ বন্ধসহ আরো কঠোর আন্দোনের ডাক দেয়া হবে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এস কামরান জানান, সরবরাহ চালুর জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।