ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেট: সিলেটের ঘাসিটুলা এলাকায় সড়ক দুর্ঘটনায় খোকন আহমদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন ঘাসিটুলা ২৯ নং বাসা বারী মঞ্জিলের কানু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঘটনার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটিতে আঘাত পান মোটরসাইকেল আরোহী খোকন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।