ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শুকিয়ে যাচ্ছে নওগাঁর আত্রাই নদীর পানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
শুকিয়ে যাচ্ছে নওগাঁর আত্রাই নদীর পানি আত্রাই নদী

নওগাঁ: শুকিয়ে যাচ্ছে নওগাঁর আত্রাই নদীর পানি। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন হচ্ছে প্রতিনিয়তই। আবার দীর্ঘদিন ধরে সংস্কারও করা হয় না। ফলে নদীটি নাব্যতা হারানোর পাশাপাশি হারাচ্ছে স্বাভাবিক গতিও। এর কারণে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে নদীর পানি।

মহাদেবপুর উপজেলার পশ্চিম গোসাইপুর গ্রামের এরশাদ মণ্ডল বাংলানিউজকে জানান, নদীর দু’পাশে শত শত হেক্টর জমিতে শীতকালীন সবজি, আলু, গম, আখ, তরমুজসহ বিভিন্ন ফসল চাষ হতো। কিন্তু রবি মৌসুমের শুরুতেই অনাকাঙ্ক্ষিতভাবে নদীর পানি শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে চাষিরা।

তারা বলছেন, ৫ বছর আগেও ভরা যৌবন ছিলো এ নদীর।

নওগাঁ নদী রক্ষা কমিটির সদস্য সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম খান বাংলানিউজকে জানান, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে মাটির নিচের ইকোলজিক্যাল সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। আবার বছরের পর বছর নদী খনন না করাসহ বেশ কিছু কারণে নদী স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।