ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
সাভারে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা  পুলিশের হাতে আটক মোহাম্মদ। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে পারিবারিক কলহের জেরে কল্পনা আক্তার নামে (২২) এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে পাষাণ্ড স্বামী মোহাম্মদ হোসেন (৩০)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের জামসিং সোলায়মান মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রায় এক বছর আগে আশুলিয়ার তৈয়তপুর এলাকার বাছেদ মিয়ার মেয়ে কল্পনার সঙ্গে সাভারের জামসিং এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মোহাম্মদের বিয়ে হয়।

তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সন্ধ্যায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কল্পনা ও তার স্বামী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় ঘুমন্ত স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পাষাণ্ড স্বামী মোহাম্মদ।  

গৃহবধূর চিৎকার শুনে মোহাম্মদের বাবা ও তার মা ঘরের দরজা বাহির থেকে আটকে দিয়ে সাভার মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মোহাম্মদকে আটক করে পুলিশ।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।