ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‌'সহযোগিতা পেলে দেশের সম্পদ হয়ে উঠবে প্রতিবন্ধীরা'

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
‌'সহযোগিতা পেলে দেশের সম্পদ হয়ে উঠবে প্রতিবন্ধীরা' বক্তব্য রাখছেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। ছবি: বাংলানিউজ

রংপুর: প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা কারো করুণা চায় না। সবার সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে। তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর)রংপুর স্টেডিয়ামে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রংপুর সাব চ্যাপ্টার আয়োজিত নব গঠিত কমিটির আত্মপ্রকাশ, কর্মকর্তাদের অভিষেক ও ইয়াং এ্যথলেট ট্রেনিং প্রোগাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এসব কথা বলেন।

রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, ‘এক সময় প্রতিবন্ধী জনগণকে পরিবার ও সমাজের বোঝা মনে করলেও এখন সে ধারনা ভুল প্রমাণিত হয়েছে।

এখন প্রতিবন্ধীরা প্রমাণ করেছে তারা একটু আদর-যত্ন, ভালোবাসা, পরিচর্যা এবং পড়ালেখার সুযোগ পেলে তারাও বিভিন্ন ক্ষেত্রে রাখতে পারে প্রশংসনীয় অবদান। খেলাধুলা, আবিষ্কার, গবেষণা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে তারা ঈর্ষণীয় ভূমিকা রেখে সবার চোখে আগুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। উপযুক্ত পৃষ্টপোষকতা ও সহযোগিতা পেলে তারাও উন্নয়ন-সমৃদ্ধির পথে সমাজ বদলে মাইলফলক অবদান রাখতে পারেন।

রংপুরের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, স্পেশাল অলিম্পিক বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম, রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক পারভীন মেহতাব, বিশিষ্ট শিল্পপতি ও মোতাহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশ রংপুর চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও সুইড বাংলাদেশে যুগ্ম মহাসচিব সাংবাদিক সুশান্ত ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।