ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার স্বপক্ষে ফেনীবাসীর শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
স্বাধীনতার স্বপক্ষে ফেনীবাসীর শপথ ফেনী মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযুদ্ধের স্বপক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান

ফেনী: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস বাহিনীকে হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয়েছে। বিজয়ের পতাকা ওড়ায় বীর মুক্তিযোদ্ধারা। 

বুধবার (৬ ডিসেম্বর) ফেনী মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্বপক্ষে শপথ গ্রহণ করেন জেলার হাজার হাজার মানুষ।

শহরের ট্রাংক রোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ শপথ বাক্য পাঠ করান, মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম।

 

শপথ বাক্যে তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যায় নিহত মানুষের সংখ্যা ৩০ লাখ। দুই লাখ নির্যাতিত মা ও বোনের নামে আমরা শপথ করছি যে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাল সবুজের পতাকাকে যেকোনো মূল্যে সর্বোচ্চ মর্যাদায় সমুন্নত রাখবো। এ দেশের মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে আমারা শপথ নিচ্ছি যে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের আগামীর প্রজন্মকে উজ্জীবিত রাখবো’।

‘দেশের কল্যাণ, অগ্রগতি, উন্নয়ন, সমৃদ্ধি, স্বার্থরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকবো। আমরা আরও শপথ করছি যে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর যেভাবে ফেনী হানাদার মুক্ত হয়েছিলো, একইভাবে দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, দারিদ্র ও মাদক মুক্ত করবো’।

জেলা প্রশাসন আয়োজিত ‘উড়াই বিজয় নিশান’ শীর্ষক এ আয়োজনে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন- ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন চৌধুরী নাসিম, ফেনী জেলা পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র আলা উদ্দিন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর হান্নান প্রমুখ।

শপথ বাক্য পাঠের আগে জেলার প্রধান প্রধান সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থীরা বিজয় নিশান উড়ায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, কবিতা উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর শিল্পীরা।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।