ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদরাসার ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
রূপগঞ্জে মাদরাসার ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদরাসার ছাদ থেকে পড়ে মহসিন মিয়া নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী স্লুইচগেট এলাকার কাসেমূল উলূম মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।  

মহসিন মিয়া চাঁদপুর জেলার মতলব থানার দগরপুর এলাকার লুৎফর রহমানের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, মহসিন মিয়া কাসেমূল উলূম মাদরাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। বেলা ১২টার দিকে মহসিন মাদরাসার ছাদ থেকে নিচে পড়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

মহসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।