ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খাল থেকে মাটি কাটার দায়ে ড্রেজার মালিকের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
খাল থেকে মাটি কাটার দায়ে ড্রেজার মালিকের জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিনানই পূর্বপাড়া গ্রামে যমুনা নদী সংলগ্ন খাল থেকে ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) আনিসুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত মনসরুল করিম (৩৫) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শান্তিনগর গ্রামের মহসিন মিয়ার ছেলে।

ইউএনও আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বিনানুই পূর্বপাড়া গ্রামে যমুনা নদী সংলগ্ন খাল থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন মনসরুল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।