ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে হাওরের অবকাঠামোগত প্রভাব নিয়ে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
কিশোরগঞ্জে হাওরের অবকাঠামোগত প্রভাব নিয়ে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হাওরের পরিবেশের অবকাঠামোগত প্রভাব ও উদ্ভাবনী সমাধান নিরূপণ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ হাওর এবং জলাভূমি উন্নয়ন অধিদফতর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

বাংলাদেশ হাওর এবং জলাভূমি উন্নয়ন অধিদফতরের স্পেশালিস্ট হিফজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলার সহকারী কমিশনান (ভূমি) সাবরীণ চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি রিপন রায় লিপুসহ বিভাগীয় কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।