ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবি জয় বাংলা স্লোগানের দাবিতে মানববন্ধন

ঢাকা: মুক্তিযুদ্ধের স্লোগান জয়বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার দাবি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক মানের নোবেল পুরস্কারের আদলে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড প্রবর্তন করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যকেন্দ্র।

বুধবার (ডিসেম্বর ০৬) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরদার সেলিম রেজা।

বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্লোগান ছিল ‘জয় বাংলা’। এটা আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। কিন্তু স্বাধীনতার ৪৭ বছর পার হলেও এই স্লোগান জাতীয় স্লোগানে হিসেবে স্বীকৃতি পায়নি। সরকারের কাছে আমাদের আবেদন এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয়া হোক।

তারা আরও বলেন, বঙ্গবন্ধুর নাম সারা বিশ্বে অমর হয়ে থাকবে। এজন্য নোবেল পুরস্কারের আদলে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড প্রবর্তন করার দাবি জানাচ্ছি। এ কার্যক্রমের জন্য ফান্ড রেইজিং করে প্রতি বছর সারা বিশ্ব থেকে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা যেতে পারে। এজন্য সাতটি দেশকে দায়িত্ব দেয়া যায় বলেও উল্লেখ করেন বক্তারা। দেশ সাতটি হলো ভারত, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য ও কানাডা ও অস্ট্রেলিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রো-অ্যাক্টিভ এর চেয়ারম্যান ড. আল মাছুর রহমান, বাকশাল সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাইয়ুম, আওয়ামী লীগ নেতা রাজু সিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এমএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।