ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
মহাদেবপুরে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে দুই হাজার পিস ইয়াবাসহ মো. ওয়াসিম আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (০৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। ওয়াসিম আলী উপজেলার উওর গ্রামের মেহের আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার একেএম এনামুল করিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা মহাদেবপুর নিউ স্টার হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালায়। এসময় দুই হাজার পিস ইয়াবাসহ ওয়াসিম আলীকে গ্রেফতার করা হয়।

ওয়াসিম আলীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।