ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
ডিআরইউ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ডিআরইউ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কমিটির নেতারা দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে বিদায়ী কমিটির কাছ থেকে বর্তমান কার্যমেয়াদের নবনির্বাচিতরা দায়িত্ব বুঝে নেন।

বিদায়ী কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ ও বিদায়ী সহ-সভাপতি আবু দারদা যোবায়ের।  

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতারা নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এ সময় নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সংগঠন পরিচালনায় বিদায়ী কমিটির কর্মকর্তা ও সংগঠনের সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।

গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি-২০১৮ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এমএইচ /এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।