ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে ভাসমান স্কুলের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
বাবুগঞ্জে ভাসমান স্কুলের উদ্বোধন ভাসমান স্কুল উদ্বোধনকালে অতিথিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নদীতে নৌকায় বসবাসরত বেদে সম্প্রদায়ের শিশুদের লেখাপড়ার জন্য ভাসমান স্কুল উদ্বোধন হয়েছে।

বুধবার (৬ ডিসম্বের) দুপুরে উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে এ ভাসমান স্কুলের উদ্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. টিপু সুলতান।

অস্ট্রেলিয়ান হাই কমিশনের সহযোগিতায় ভলান্টারি অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ভিওএসডি) এ ভাসমান স্কুলের কার্যক্রম শুরু করে।

স্কুলটিতে ৬০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের প্রত্যেককে বিনামূল্যে বই ও লেখাপড়ার সুযোগ দেওয়া হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত ক্লাস চলবে।  

ভিওএসডি এর মনিটরিং অফিসার এস এম নিজাম উদ্দিন জানান, ভাসমান বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য এ স্কুল তৈরি হলেও এখানে জেলেদের এবং নদীর তীরবর্তী দরিদ্র জনগোষ্ঠীর সন্তানরা লেখাপড়ার সুযোগ পাবে।  

তিনি আরও জানান, বরিশালে পাঁচটি নৌকায় এ ভাসমান স্কুল করা হচ্ছে। যার মধ্যে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে একটি, আগরপুরে একটি ও বানারীপাড়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি স্কুল চালু হয়ে গেছে। বাকী দু’টির মধ্যে একটি উজিরপুর ও একটি বানারীপাড়ায় চালু করার সম্ভাবনা রয়েছে। প্রতিটি নৌকায় একশত শিক্ষার্থীর এক সঙ্গে পড়াশুনার সুযোগ পাবে। প্রতিটি নৌকায় একজন করে শিক্ষক রয়েছেন। প্রতি শিফটে ৩০ জন অধিক শিক্ষার্থী থাকবে।

রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরোয়ার মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুজ্জামান খান, অধ্যাপক গোলাম হোসেন, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল হোসেন পুতুল, শিক্ষিকা মোসা. আয়শা আক্তার, বাবুগঞ্জ বাজার কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, বাবুগঞ্জ উপজেলা যুব মৈত্রীর সভাপতি মো. আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭ 
এমএস/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।