ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পৌর কর্মচারীদের মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
লক্ষ্মীপুরে পৌর কর্মচারীদের মোমবাতি প্রজ্জ্বলন

লক্ষ্মীপুর: রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সড়কের বাতি বন্ধ করে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন।  

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি শামছুউদ্দিন, পৌরসভা শাখার সভাপতি প্রকৌশলী শামছুল আলম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

 

কর্মসূচি থেকেব বক্তারা- পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবি জানান।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।