ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে মাদক ও বিক্রেতাসহ গ্রেফতার ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
হবিগঞ্জে মাদক ও বিক্রেতাসহ গ্রেফতার ১৯

হবিগঞ্জ: হবিগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে মাদক ও তিন বিক্রেতাসহ ১৯ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত ৯টা থেকে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে তিন জন মাদক বিক্রেতা।

এছাড়া ১২ জন পরোয়ানাভুক্ত ও চার জন নিয়মত মামলার আসামি।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ আসামিদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযানে বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত বাহুবল, মাধবপুর ও চুনারুঘাট থানায় তিন মাদক বিক্রেতাসহ জেলায় ১৯ আসামিকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রেতাদের কাছ থেকে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।