ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
হোসেনপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা উন্নয়ন ও দায়িত্ব সম্পর্কিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ৪র্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদফতরের উপ পরিচালক ডা. মুখলেছুর রহমান।

এ প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি পরিদর্শক ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিসহ ২৫ জন অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান সেলিম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানভীর হাসান জিকো, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল শামীম, ডা. আদনান আখতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।