ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীর মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন আহমেদ পনু আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
রাজবাড়ীর মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন আহমেদ পনু আর নেই

রাজবাড়ী: রাজবাড়ীর মুক্তিযোদ্ধা ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ উদ্দিন আহমেদ পনু (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুক্তিযোদ্ধা পনু রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর স্ট্রোক করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। প্রায় এক মাস সেখানে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।

শুক্রবার (৮ ডিসেম্বর) বাদ জুমা রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।