ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শত ফুল ফুটতে দিন, এটা রাজনৈতিক অধিকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
শত ফুল ফুটতে দিন, এটা রাজনৈতিক অধিকার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনের একাধিক প্রার্থিতা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত ফুল ফুটতে দিন, এটা রাজনৈতিক অধিকার। সব থেকে যেটা ভালো আমরা সেটাই নিব।  

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেলে কম্বোডিয়া সফর উপলক্ষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সমকাল সম্পাদক গোলাম সরওয়ারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
 
গোলাম সরওয়ার প্রশ্ন রাখেন- দেশে এখন নির্বাচনের মৃদুমন্দ হাওয়া বইতে শুরু করেছে।

প্রতিটি আসনে একাধিক প্রার্থী নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিচ্ছেন। এ অবস্থায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কী?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, শতফুল ফুটতে দিন, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। এটা তাদের রাজনৈতিক অধিকার। সময় মতো আমরা যেটা ভালো দেখবো, সেটাই বেছে নেবো। নির্বাচনী হাওয়া বয়ে যাওয়া ভালো বিষয়। গণতান্ত্রিক বিষয়টাই এতে ফুটে উঠেছে।

মাঠ পর্যায় থেকে প্রার্থীদের বিষয়ে জরিপের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে কার কেমন গ্রহণযোগ্যতা আছে তা আমাদের খেয়াল রাখতে হয়। তবে যার কোনো দুর্বলতা দেখি, তাকে সতর্ক করি। একটা কথা মনে রাখতে হবে-দেশের উন্নয়ন হচ্ছে। এটা অব্যাহত রাখলেই মানুষই আপনাকে বেছে নেবে। তবে কেউ রেড জোনে নেই। মানুষই ভেবে দেখবে তারা আওয়ামী লীগকে চায় কি না।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমইউএম/এম/এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।