ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
বরিশালে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি

বরিশাল: ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই স্লোগানে বরিশালে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোড থেকে র‌্যালিটি বের করা হয়।

ইয়েস গ্রুপ ও সনাকের আয়োজনে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সৈয়দ হাবিবুর রহমান, শিক্ষক দাসগুপ্ত আশিস কুমারসহ অন্যান্যরা।

অর্ধশতাধিক সাইকেলিস্টের অংশগ্রহণে র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষি করে সনাক কার্যালয় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।