ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
কাঁঠালিয়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু 

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিষাপানে সুলতা রানী (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বিনাপানি বাজার এলাকায় শশুর বাড়ি থেকে তার মরদেহের উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 এরআগে, বুধবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে ওই বিষপানের ঘটনা ঘটে।  

রানী কাঁঠালিয়া ওই গ্রামের শিপন বালীর স্ত্রী ও বরগুনার বেতাগী উপজেলার জোয়ার করুনা গ্রামের বিমল চন্দ্র হালদারের মেয়ে বলে জানা গেছে।  

পরিবারের বরাত দিয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার বাংলানিউজকে জানান, বুধবার পারিবারিক কলহের জেরে বুধবার রাতে বিষপান করে ওই গৃহবধূ। এসময় বাড়ির লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা।  

পরে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় বরিশালে নিয়ে যাওয়ার পথে অবস্থা বেগতিক দেখে মধ্যপথে রাজাপুর হাসপাতালে নেওয়া হলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।  

কিন্তু যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন সুলতা রানীকে হত্যা করে থাকতে পারে পুলিশের কাছে নিহতের পরিবারের এমন মৌখিক অভিযোগে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে অপমৃত্যু মামলা দায়ের শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

তদন্ত প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি এমআর শওকত আনোয়ার।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।