ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আরো দুইটি ফেরি নামানো হবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
আরো দুইটি ফেরি নামানো হবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের যানজট দূর করতে চলিত মাসেই এ নৌরুটে আরো দুইটি নতুন ফেরি নামানো হবে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেলে দৌলতদিয়া রেস্ট হাউজ প্রাঙ্গণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে সুষ্ঠু ও নিরাপদ গাড়ি পারাপারের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

নৌমন্ত্রী বলেন, এখন থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে আটকে থাকা গাড়ি চালক ও শ্রমিকরা ফেরি পারাপারের জন্য টিকিট কাটবে।

উভয়ঘাটে যে বিশৃঙ্খলা রয়েছে আগামী এক মাস পর তা আর থাকবেনা। এছাড়া জরুরি পচনশীল ও যাত্রীবাহী পরিবহনের সঙ্গে ভারতগামী কোচগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর ৩৮ বছরে দেশে ২০টি ফেরি ক্রয় করা হয়। আর বর্তমান সরকার ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত চার বছরে ১৭টি ফেরি ক্রয় করেছে। নতুন আরো বেশ কিছু ফেরি আমাদের দেশে তৈরি হচ্ছে। ফেরিগুলো এলে ঘাটে আর যানজট থাকবে না।

জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান জ্ঞান রঞ্জন শীল, যুগ্ম-সচিব সহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসম্বের ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।