ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে অরুন সারকী টাউন হল উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
বান্দরবানে অরুন সারকী টাউন হল উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে প্রায় ৭ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে অরুন সারকী টাউন হলের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হলটির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা স্টেডিয়ামকে প্রয়াত মুক্তিযোদ্ধা ইউ কে চিং বীর বিক্রমের নামে নামকরণ করার প্রস্তাব দেন পার্বত্য প্রতিমন্ত্রী।

এছাড়া জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে সাংস্কৃতিক সরঞ্জামও বিতরণ করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।