ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩৫ মণ জাটকা জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
বরিশালে ৩৫ মণ জাটকা জব্দ  পৃথক দু’টি অভিযানে ৩৫ মণ জাটকা জব্দ

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলায় পৃথক দু’টি অভিযানে ৩৫ মণ (১৪শ’ কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড (দক্ষিণ জোন) জোনাল কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিজি স্টেশন বরিশালের একটি অপারেশন দল মেহেন্দিগঞ্জের শ্রীপুর এলাকার কালাবদর নদীতে অভিযান চালায়।

এসময় বাগেরহাট-১, জামাল খান-৭ ও এমভি ইয়ারখান নামে তিনটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৮শ’ কেজি (২০ মণ) জাটকা জব্দ করা হয়।  

অপরদিকে, সিজি স্টেশন হিজলার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানাধীন মেঘনা নদীতে ‘এমভি কর্ণফুলী’ নামে একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি করে ৬শ’ কেজি (১৫ মণ) জাটকা জব্দ করে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।