ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় গাঁজা-ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
উল্লাপাড়ায় গাঁজা-ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আটক মাদক ব্যবসায়ী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ মঞ্জুর আলম (৪৫) নামে এক মাদক বিক্রেতা আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সলপ ইউনিয়ের জনতার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঞ্জুর আলম ওই ইউনিয়নের বাহিমান গ্রামের ফজু মন্ডলের ছেলে।

উল্লাপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল জলিল সকালে বাংলানিউজকে জানান, মঞ্জুর আলম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা, গাজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলো।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক  করা হয়। এ সময় তার কাছে থেকে ১শ’ ৫২পিস ইয়াবাট্যাবলেট ও ২শ’ ৫০গ্রাম গাজা জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই জলিল।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।