ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় ৫০০ পু‌রিয়া হে‌রোইনসহ গ্রেফতার ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
আশু‌লিয়ায় ৫০০ পু‌রিয়া হে‌রোইনসহ গ্রেফতার ১

আশু‌লিয়া (সাভার): আশু‌লিয়ার মরাগাং এলাকা থে‌কে ৫০০ পু‌রিয়া হেরোইনসহ বোরহান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার (০৯ ডিসেম্বর) ভো‌রে তা‌কে গ্রেফতার করা হয়। বোরহান ওই এলাকার ইয়ারপুর গ্রা‌মের আফজাল উ‌দ্দি‌নের ছে‌লে।

আশু‌লিয়া থানার উপ প‌রিদর্শক শ‌ফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়‌কে নিয়‌মিত তল্লাশি চল‌ছিল। এসময় এক‌টি থ্রি হুইলার আটক করে স‌ন্দেহজনকভাবে বোরহানকে তল্লাশি করে এক‌টি ব্যাগ থে‌কে ৫০০ পু‌রিয়া হেরোইন উদ্ধার করা হয়।

বোরহা‌নের বিরু‌দ্ধে ক‌য়েক‌টি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।