ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বরিশালে মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বরিশালে মানববন্ধন  মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই স্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান।

পরে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সহযোগিতা করে বরিশাল জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি)।

বরিশাল দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, সনাক বরিশাল সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আমরা যে যার স্থান থেকে সচেতন হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। মুহুর্তের মধ্যে দুর্নীতি হয়তো নিমূল করা যাবে না তবে সচেতনতার মাধ্যমে এর পরিধি কমিয়ে আনা সম্ভব।

উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্তীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, শিক্ষাবিদ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।  

এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।