ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নারীবান্ধব ইউনিয়ন গড়ে তোলার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
নারীবান্ধব ইউনিয়ন গড়ে তোলার দাবি নাগরিক সংলাপে অতিথিরা। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: দেশের প্রতিটি ইউনিয়নকে নারীবান্ধব হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে ‘প্রত্যাশা ২০২১ ফোরাম’ নামে একটি সংগঠন। 

শনিবার (০৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘রূপকল্প ২০২১ অর্জন ও নারীর ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদ’ শীর্ষক নাগরিক সংলাপে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান এসএম আজাদ হোসেন।

 

এ সময় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কার, রাজধানীর দক্ষিণখান আদর্শ ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য দেন।  

লিখিত বক্তব্যে বলা হয়, সরকার ঘোষিত রূপকল্প ২০২১ অর্জনে দারিদ্র্যমুক্তির জন্য ইউনিয়ন পর্যায়েও নারীর ক্ষমতায়ন অপরিহার্য। উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ইউনিয়নভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।  

তাই নিজ নিজ ইউনিয়নে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর উৎসব আয়োজনে নারী-পুরুষ সম্মিলনে নাগরিক কমিটি গঠনের কথা বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।