ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে বাসচাপায় কাভার্ডভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
আড়াইহাজারে বাসচাপায় কাভার্ডভ্যান চালক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি যাত্রীবাহী বাসের চাপায় কুরবান আলী (২০) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। 

শনিবার (৯ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাস্থ ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কুরবান আলী পাবনার বেড়া থানার পাইরা গ্রামের রমজান আলীর ছেলে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, কাভার্ডভ্যানটি ঢাকা থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে ছনপাড়া নামক স্থানে এসে বিকল হয়ে যায়।  

চালক কাভার্ডভ্যানটি থামিয়ে এর পেছনে দাঁড়ানো ছিলো। এ সময় সিলেটগামী অ্যাপোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়। ঘাতক বাসটি অটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।