ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সম্মিলিত সামাজিক আন্দোলনের শোভাযাত্রা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
ময়মনসিংহে সম্মিলিত সামাজিক আন্দোলনের শোভাযাত্রা 

ময়মনসিংহ: সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক অগ্রসর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ময়মনসিংহে শোভাযাত্রা করেছে স্থানীয় সম্মিলিত সামাজিক আন্দোলন।

শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর টাউন হল চত্বর থেকে এ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার ঘুরে এসে নগরীর গাঙ্গিনারপাড় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলার সভাপতি আমিনুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লে.কর্ণেল (অব.) ড. শাহাব উদ্দিন, সহ-সভাপতি ইয়াজদানী কোরায়শী, অ্যাভোকেট শিব্বির আহমেদ লিটন, সাংবাদিক মীর গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা বিমল পাল, সংঠনের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কবি অহনা নাসরিন, কবি সরকার আজিজ, সংস্কৃতিজন বজলুর রশিদ মন্ডল প্রমুখ।

সমাবেশে বক্তারা আগামী ২৯ ডিসেম্বর সম্মিলিত সামাজিক আন্দোলনের চতুর্থ জাতীয় সম্মেলন সফল করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭ 
এমএএএম/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।