ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেগম রোকেয়াকে অনুসরণ করে নারীরা এগিয়ে যাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
বেগম রোকেয়াকে অনুসরণ করে নারীরা এগিয়ে যাচ্ছে বক্তব্য রাখেছন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, নারীদের অগ্রদূত বেগম রোকেয়া। তাকে অনুসরণ করে নারীরা আজ অগ্রসর হচ্ছে। 

শনিবার (০৯ ডিসেম্বর) জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে অর্থনৈতিকভাবে পরিবর্তন ঘটাতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন এবং সেটা বাস্তবায়িত হচ্ছে।

যার চিত্র দেখছে সারাদেশ। নারীরাও যে পারে সেটা প্রমাণ করেছেন শেখ হাসিনাই।

অনুষ্ঠানে নীলফামারীর সফল পাঁচ জয়িতাকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। তারা হলেন- অর্থনীতিতে মুক্তি আরা খাতুন, শিক্ষা ও চাকরিতে জেসমিন আক্তার, সফল জননীতে জাহানারা বেগম, নতুন উদ্যমে জীবন শুরু করায় ফাতেমা খাতুন এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় সেরা জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে আরো পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- নীলফামারীর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ রহীম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।