ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে যুবককে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
সাভারে যুবককে কুপিয়ে জখম

সাভার, ঢাকা: সাভারে বিল্লাল হোসেন (২১) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (০৯ ডিসেম্বর) বিকেলে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করে আহত বিল্লালের পরিবার।

বিল্লালের মা রাশিদা বেগম বাংলানিউজকে জানান, সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় বাসা ভাড়ার কথা বলে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত বিল্লালকে ডেকে নিয়ে যায়।

এসময় দুর্বৃত্তরা বিল্লাকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।  

সাভার মডেল থানার উপ-পরির্দশক (এসআই) সুজায়াত বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।