ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অল্পের জন্য রক্ষা পেলেন এডওয়ার্ড কলেজের ৬০ শিক্ষার্থী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
অল্পের জন্য রক্ষা পেলেন এডওয়ার্ড কলেজের ৬০ শিক্ষার্থী

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী-চাটমোহর রেল রুটের চাটমোহর ক্রসিংয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বাস। গেটম্যান না থাকায় ওই বাস ক্রসিংয়ে উঠে গেলে দ্রুতগতিতে ট্রেন আসতে দেখা যায়, তবে অল্পের জন্য বেঁচে যায় প্রায় ৬০ শিক্ষার্থীবাহী বাসটি।

শনিবার (০৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এডওয়ার্ড কলেজ থেকে জেলার ভাংগুড়া যাওয়ার পথে এ ঘটনার মুখোমুখি হয় বাসটি।

বাসের চালক আলম বাংলানিউজকে জানান, চাটমোহর রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় ট্রেন আসার সংকেত মিলছিলো না।

তাছাড়া ট্রেনও কোনো হর্ন না দেওয়ায় বাস ক্রসিংয়ে ওঠে। হঠাৎ দ্রুতগতিতে ট্রেন আসার শব্দ পেয়ে বাস জোরে টান দেন চালক। একেবারে বাসের পাশ ঘেঁষে সেসময় চলে যায় ট্রেনটি।

এ ব্যাপারে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী বাংলানিউজকে বলেন, চাটমোহর লেবেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।