ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে সাইয়্যেদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
রোহিঙ্গা ক্যাম্পে সাইয়্যেদ আরশাদ মাদানি সাইয়্যেদ আরশাদ মাদানি রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণ করেন

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য সাইয়্যেদ আরশাদ মাদানি।

শনিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সফররত জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়্যেদ আরশাদ মাদানি কক্সবাজারের উখিয়া উপজেলার থ্যাংকখালি ও কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেন।  

এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

তাদের দুঃখ-দুর্দশা ও নির্যাতনের কথা শুনেন।  

পরে তিনি সেনাবাহিনীর সহযোগিতায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে কম্বল, তৈরি পোষাক এবং নগদ অর্থ বিতরণ করেন।  

শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় আল্লামা আরশাদ মাদানির সফর সঙ্গী হিসেবে মাওলানা মাদানির সঙ্গে ছিলেন- ভারতের মাওলানা আখলাত মাদানি, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের নায়েবে মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সিলেট কৌড়িয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহসিন আহমদ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমিসহ অন্যরা।  

পরিদর্শনে আসা আলেমদের নানাভাবে সহযোগিতা করেন কক্সবাজারের মাওলানা ইয়াসিন হাবিবের নেতৃত্বে স্থানীয় আলেমদের একটি দল।

উল্লেখ্য, ভারতের প্রভাবশালী আলেম সাইয়্যেদ আরশাদ মাদানি ৩ ডিসেম্বর আট দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ সফরকালে তিনি ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ইসলামি সম্মেলনে যোগ দেন।  

১১ ডিসেম্বর সোমবার তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।