ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
হাতীবান্ধায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক আটক সবেত আলী

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফেনসিডিলসহ সবেত আলী (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক সবেত ওই উপজেলার সিংগিমারী এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে।

 

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল দক্ষিণ পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেলসহ সবেতকে আটক করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এনএইচটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।