ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শীতার্তদের পাশে দাঁড়ালো শাবিপ্রবির স্বপ্নোত্থান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
শীতার্তদের পাশে দাঁড়ালো শাবিপ্রবির স্বপ্নোত্থান শীতবস্ত্র বিতরণ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী কবীরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৮ ডিসেম্বর) মৌলভীবাজারের গাজীপুর চা বাগানে স্বপ্নোত্থানের সদস্যরা চা-শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর চা বাগানের ম্যানেজার এসকে কাজল মাহমুদ।

 

এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি আল ফয়সাল অনিক, সহ-সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী কবীর, শীতবস্ত্র কার্যক্রমের আহ্বায়ক সৌরভ ঘোষ, সাবেক সভাপতি শাকিব হোসাইন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।