ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
হবিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মো. আল আমিন বাংলানিউজকে বলেন, বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সোহেল মিয়া ও আলী মিয়ার মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় আড়াই হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাইপাস সড়কের কামড়াপুর এলাকার বিসমিল্লাহ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির দায়ে ১৫ হাজার ও শায়েস্তানগর এলাকার জিএন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।