ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী।

রোববার (১০ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা মানিক (৩০) ও তার শ্যালিকা সিরাজগঞ্জ সদরের জগতগাতি গ্রামের বাসিন্দা ও ঢাকার ইডেন কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী স্বর্ণা খাতুন (২০)।

আহত হন নিহত মানিকের স্ত্রী তানিয়া খাতুন (২৪)। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, একটি মোটরসাইকেলে করে তিন আরোহী কড্ডা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। তারা ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে পৌঁছালে একই দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মানিক ও তার শালিকা স্বর্ণা মারা যান এবং আহত হন মানিকের স্ত্রী তানিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭/আপডেট:১৮০০ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।