ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মনপুরার চরে দস্যুদের হামলায় আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
মনপুরার চরে দস্যুদের হামলায় আহত ১৩ ভোলায় দস্যুদের হামলায় আহতরা

ভোলা: ভোলার মনপুরার দুর্গম চর নজরুলে দস্যুদের অতর্কিত হামলায়  ১৩ মহিষ পালনকারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১০ ডিসেম্বর) ভোরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রহিম, মো. ছলেমান, মো. নুরনবীকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় পুরো চর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দস্যু বাহিনীর ভয়ে মহিষ                                                                                                                                                                                                                                                                                                                              পালনকারীরা প্রায় শত শত মহিষ চরে রেখে পালিয়ে এসেছেন বলে জানা গেছে।

আহতরা জানান, তারা মহিষ চড়াচ্ছিলেন। এসময় একদল দস্যু তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে দস্যুরা তাদের উপর হামলা চালায়। এতে ১৩ জন আহত হয়।
দস্যুদের মারধরে আহতদের মধ্যে প্রাথমিকভাবে, মন্নান, সোহেল, বুপাল মহাজন, মহসিন, জসিম, সোহেল (২), মো. কাইয়ুম, বেলাল, এমদাদ, মহিউদ্দিনের নাম জানা গেছে। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, মহিষ পালনকারীদের মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে চরে দস্যুদের অন্যায় অত্যাচার আর নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে মহিষ পালনকারীরা। চরে মহিষ চড়াতে অনেকেই ভয় পাচ্ছেন।
এর আগে গত নভেম্বরে দস্যুদের হামলার ঘটনায় মনপুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।