ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
আগৈলঝাড়ায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় গাছ চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত জাকির জমাদ্দার উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের ছত্তার জমাদ্দারের ছেলে ও পেশায় করাতকল শ্রমিক।

রোববার (১০ ডিসেম্বর) সকালে গৈলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলিতে করে মিলে গাছ নেওয়ার সময় ট্রলিটি উল্টে গিয়ে জাকির গুরুতর আহত হয়।

সহকর্মীরা মুর্মূষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজ্জাক মোল্লা জানান, মৃতের পরিবারের অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।

বাংলা‌দেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।