ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ফরিদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত বিশ্ব মানবাধিকার দিবসে বিভিন্ন সংস্থার কর্মীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ‘যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ, রাষ্ট্র গঠন করো’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ব্র্যাক, ব্লাস্ট রাসিন, মহিলা পরিষদ, এসডিসি, বিএফএফসহ আরো বেশ কয়েকটি এনজিও কর্মীরা আধাঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, এসডিসির আজাহারুল ইসলাম, ব্লাস্টের অ্যাডভোকেট শিপ্রা গোসামী, এএফএফ’র  ফজলুল হাদী সাব্বির, ব্র্যাকের জাহাঙ্গীর হোসেন, নারী নেত্রী শিপ্রা রায়, খাদিজা বেগম মনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ওএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।