ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় সপ্তাহব্যাপী বিজয় মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
পাবনায় সপ্তাহব্যাপী বিজয় মেলা শুরু

পাবনা: পাবনায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিজয় মেলা।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনার কৃতি সন্তান দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র সহযোগিতায় বিজয় মেলায় প্রতিদিন থাকছে আলোচনা সভা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, শিক্ষা, সংস্কৃতি ক্রীড়া চিকিৎসা। এছাড়া সমাজসেবায় অসামান্য অবদান রাখায় ছয় দিনে ১৫ জনকে সম্মাননা স্মারক দেয়া হবে।
 
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনোরায় হোসেন জাহেদী, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মুর্তজা সনি, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা শহীদ মোকারম হোসেন, মুক্তিযোদ্ধা মরহুম মেজর অব. জাহিদুল ইসলাম বাবু ও শামসুল আরেফিন ফিরোজকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়।

আলোচনা সভার শুরুতে পাবনার স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা নৃত্য পরিবেশন করেন। আলোচনা সভা ও স্মারক সম্মাননা শেষে সংগীত পরিবেশন করেন দেশের স্বনামধন্য শিল্পী সোমনুর মনির কোনাল। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।