ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ৬৪ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ঝালকাঠিতে ৬৪ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ র‌্যালি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: অন্ধকার থেকে আলোর ফিরে আসার প্রত্যয়ে ঝালকাঠিতে ৬৪ মাদকসেবী ও ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইনে আয়োজিত মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ-পুনর্বাসন, কমিউনিটি পুলিশিং এবং জঙ্গিবিরোধী সভায় আত্মসমর্পণকারীদের প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় তাদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল রেঞ্জর ডিআইজি মো. শফিকুল ইসলাম।

এসময় মাদকসেবী ও ব্যবসায়ীদের মধ্যে ৫ জনকে সেলাই মেশিন দিয়ে পুনর্বাসিত করেন রেঞ্জ ডিআইজি।

জেলা পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে এ পুনর্বাসন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক,  জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লা পনির, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা ও দায়েরা জজ আদালতের পিপি আব্দুল মান্নান রসুল প্রমুখ।

এরআগে পুলিশ সুপারের কার্যালয় থেকে মাদকবিরোধী একটি র‌্যালি বের করা হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বাংলা‌দেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।