ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ঈশ্বরদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে আখি খাতুন (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কারিগরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আখি ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহেল হোসেনের স্ত্রী।

আখির পরিবার ও এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আখির ওপর নির্যাতন করছিল তার স্বামীর বাড়ির লোকজন। রোববার আখিকে তার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার কথা বললে তাদের মধ্যে কথা কাটাকাটির পর সন্ধায় আখির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে আখি আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তার স্বামী। এ খবর পেয়ে আখির পরিবারের লোকজন গেলে তারা পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।