ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে ছিনতাইকারীর গুলিতে গৃহবধূ আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ওয়ারীতে ছিনতাইকারীর গুলিতে গৃহবধূ আহত

ঢাকা: রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারীর গুলিতে সাহিদা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সাহিদা ওয়ারী লালমনি স্ট্রিট এলাকায় থাকেন।

পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

গুলিবিদ্ধ সাহিদার স্বামী শরিফ উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে সাহিদা তাদের এক নারী আত্বীয়কে নিয়ে টিকাটুলির রাজধানী মার্কেট থেকে বাসায় ফিরছিলেন। এসময় মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী তাদের আটক করে সাহিদার গলার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার সময় সাহিদা চিৎকার করলে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এতে সাহিদার পায়ে গুলি লাগে।

তিনি আরো জানান, ছিনতাইকারীরা তার স্ত্রীর গলার চেইন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে  জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করছে।

ঢামেক পুলিশ ক্যাম্প পরিদর্শক উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সাহিদাকে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা ঢামেক থেকে অন্য হাসপাতালে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।