ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে র‌্যাবের হাতে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
হবিগঞ্জে র‌্যাবের হাতে আটক ৫

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর থেকে ৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে কি কারণে তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানায়, বিকেলে র‌্যাব সিলেটে-৯ সদস্যরা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে নারায়নপুর ও আনন্দপুর গ্রামের ৫ জনকে আটক করে।

সিলেট র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বাংলানিউজকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তবে কি কারণে তাদের আটক করা হয়েছে সে ব্যাপারে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করে বলেন, বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।